জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আগামী ২২-২৪ ফেব্রুয়ারি ২০১৮ তিনদিনব্যাপি পুরাতন এসডিও প্রঙ্গণে (অফিসার্স ক্লাব মাঠ) এ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ আয়োজন করা হয়েছে। এই মেলায় ইনোভেশন নামক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা প্রতিবছর ৬৪ টি জেলায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে শুরু হয়, যেখানে সবাই বিভিন্ন প্রজেক্টের প্রোটোটাইপ তৈরি করে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীকে অবশ্যই এমন একটি দৃশ্যমান প্রোটোটাইপ ডেভেলপ করতে হয় যা কোন জাতীয় সমস্যা সমাধান করে বা কোন সনাতনী প্রদ্ধতিকে পরিবর্তন করে ডিজিটাল ভার্সনে রূপান্তরিত করে যা অগের তুলনায় স্বাশ্রয়ী কিন্তু দ্রুত গতির। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ইনোভেথন ২০১৮ তে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন নিম্নের লিংকে ক্লিক করুন এবং বিস্তারিত তথ্যের জন্য জেলা প্রশাসক, জামালপুর এর আইসিটি শাখায় যোগাযোগ করুন:
http://ilab.gov.bd/innovathon/#pt-register
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস