দির্ঘমেয়াদী প্রশিক্ষণ
ডিপিএড
- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৮ মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণ
- 12 মাস পিটিআইতে মুখোমুখি এবং পরবর্তী 6 মাস নিজ বিদ্যালয়ে অনুশীলন পাঠদান
- ডিপিএড প্রশিক্ষণ 4টি সেমিস্টারে বিভক্ত।
স্বল্পমেয়াদী প্রশিক্ষণ
কর্মকর্তা ও শিক্ষকদের নিম্নোক্ত বিষয়ের ToT প্রশিক্ষন প্রদান করা হয়-
- বিষয়ভিত্তিক প্রশিক্ষণ যেমন-গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-6দিন
- Other than five subject বিষয়ক প্রশিক্ষণ (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও সংগীত)-6দিন
- শিক্ষাক্রম বিস্তরণ-10দিন
- লিডারশীপ প্রশিক্ষণ-8দিন
- প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ
- অন্যান্য (ToT) প্রশিক্ষণ
আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ
- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট হাতে কলমে তৈরীর মাধ্যমে শ্রেণি পাঠদান করার উপযোগী করার জন্য 12 দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ প্রদান।