ক্রমিক নং | সেবার নাম | সেবা পাওয়ার উপায় |
১ |
১ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষকদের সি - ইন – এড কোর্স পরিচালনা |
ইন সার্ভিস ডেপুটেশন |
২ |
শ্রেণী পাঠদানের নবতর পদ্ধতি ও কৌশল |
মাইক্রো টিকিং ও সিমুলেশনের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি ও কৌশল ব্যবহার করে দক্ষ শিক্ষক তৈরী করা |
৩ |
অনুশীলন পাঠদান |
প্রশিক্ষণার্থীদের নির্বাচিত কিছু বিদ্যালয়ে অনুশীলনী পাঠদানের ব্যবস্থা করে নিবির ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাথমিক পাঠ্য বইগুলো অনুশীলনের মাধ্যমে শ্রেণী পাঠদানের মান উন্নয়ন |
৪ |
সহ শিক্ষাক্রমিক কার্যাবলী |
ক্লাস রুটিন অনুযায়ী প্রশিক্ষণার্থীদের সহশিক্ষা ফর্ম ক্রমে অংশ গ্রহনের মাধ্যমে শ্রমের প্রতি নিষ্ঠাবোধ, সময়ানুবরতিতা, কর্তব্যবোধ, সহনশীলতা জাগ্রত করা |
৫ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ |
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার / উপজেলা অফিসার দ্বারা নির্বাচিত শিক্ষকদের বিদ্যালয় বিষয়ে পি টি আই তে প্রশিক্ষন প্রদান |
৬ |
শিক্ষা উপকরন তৈরী ও ব্যবহার |
প্রশিক্ষণার্থী দ্বারা শ্রেণী উপযোগী শিক্ষা উপকরণ তৈরী করে শ্রেণী পাঠদানে ব্যাবহার |
৭ |
চাকুরীকালীন প্রশিক্ষন প্রদান |
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্বে প্রাপ্ত প্রশিক্ষন ধরে রাখার জন্য পুনরায় প্রশিক্ষনের আয়োজন করা |
৮ |
অ্যাকশন রিসার্চ |
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষা সম্পর্কিত ছোট ছোট সমস্যা সমাধানের লক্ষে অ্যাকশন রিসার্চ কার্যক্রম পরিচালনা করা |
৯ |
ডিজিটাল কনটেন্ট তৈরী |
প্রশিক্ষণার্থীদের দলে দলে ভাগ করে ডিজিটাল কনটেন্ট তৈরী ও শ্রেণী পাঠদানে ব্যবহার |
১০ |
মা সমাবেশ / অভিভাবক দিবস |
শিক্ষার মান উন্নয়নের জন্য পরীক্ষণ বিদ্যালয়ের শিসুদের মা / অভিভাবকদের একটি নির্ধারিত দিনে উপস্থিত করে মত বিনিময়ের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান করা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS